"The frame therefore forms a set which has a great number of parts,that is of elements,which themselves form sub-sets."- G DELEUZE BY SAUVIK PANDIT AND RAJSEKHAR DHALI

              নিম্নোক্ত ছবিগুলিতে আমারা দেখতে পাচ্ছি যে, প্রতিটি ফ্রেমের ভেতর বস্তুগুলি(উপাদানগুলি) সামগ্রিক ভাবে একটি সেট গঠন করেছে,যেগুলি বহুভাগে বিভক্ত এবং সেই ভাগগুলি এক একটি সাব-সেট।আর ফ্রেমগুলিতে সমান্তরাল,উলম্ব,আনুভুমিক বা তির্যক রেখাগুলো ফ্রেমগুলিকে জ্যামিতিক ভাবে বিন্যস্ত করেছে,ফলে একাধিক সুবিন্যস্ত ভাগে বিভক্ত ফ্রেমগুলি। ফ্রেমের অন্তর্গত বহু তথ্য ছবিগুলিতে সম্পৃক্ততা ফুটিয়ে তুলেছে।প্রতিটি ফ্রেমে দেখা যাচ্ছে,ফ্রেমের ভেতর অন্তর্নিহিত রয়েছে আরও অনেকগুলি ফ্রেম।ডিলিউজের মতানুসারে,যে একাধিক অংশ সম্মিলিত হয়ে একটি নির্দিষ্ট সেট গঠন করে,সেই সেটের অন্তর্গত উপাদানগুলি আবার ছবিটিকে জ্যামিতিকভাবে নানা আকার দান করে বা বহুভাগে ভাগ করে,সেই উপাদানগুলি আবার নিজেরা প্রকৃতরূপে স্বতন্ত্র সাব-সেট।





            ১.এই ছবিটিতে অন্তর্নিহিত উপাদানগুলি ফ্রেমটিকে বহুভাগে ভাগ করেছে।
(যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস)

              ২. এই ছবিটিতে ফ্রেমের ভেতর জ্যামিতিক আকার দেখা যাচ্ছে।
(যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস)


            ৩. এই ছবিটিতে উলম্ব ও আনুভুমিক রেখা জ্যামিতিক আকার তৈরি করেছে।
(যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস)


              ৪. এই ছবিটিতে গাছগুলির ও তার শাখা-প্রশাখার অবস্থান জ্যামিতিক আকার ও কোণের সৃষ্টি করেছে। 
(যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস)


         ৫. এই ছবিটিতে নানা জ্যামিতিক রেখা ফুটে উঠেছে,যা সম্মিলিতভাবে একটি সেট গঠন করেছে।
(যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস)

Comments

Popular posts from this blog

Deleuze Through the Windows by Sourav Chakraborty and Nibid Roy

An Understanding of Deleuze on Frame and Shot by Pritha Halder and Anisha Dutta